ওয়েবডেস্ক- ফরিদাবাদের (Faridabad) আল ফালহা বিশ্ববিদ্যালয় (Al Falha University) । এই মুহূর্তে দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে। সন্ত্রাসী কার্যকলাপের আতুঁরঘর। মুসলিম সংখ্যা গরিষ্ঠ ধৌজ গ্রামে অবস্থিত এটি। কীভাবে একটি বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী কার্যকলাপের আতুঁরঘর হয়ে উঠল?
লাল কেল্লা (Red Fort) মেট্রো গেটের (Metro Gate) সামনে বিস্ফোরণের ঘটনায় এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে। লাল কেল্লা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি। তদন্তকারীদের নজরে বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলের ১৭ নম্বর বিল্ডিংয়ের মুজাম্মিলের ১৩ নম্বর ঘর! মুজাম্মিলের এই ঘরেই বসেই তৈরি হয়েছে নীল নকশা (Blue Print) ? ঘরটি সিল করে দেওয়া হয়েছে। ওই ঘরটি থেকে উদ্ধার একাধিক ইলেকট্রনিক ডিভাইস, পেনড্রাইভ। কোড ওয়ার্ড ও এনক্রিপ্টেড বার্তা ভরা দুটি ডায়েরি উদ্ধার হয়েছে। বার বার সেখানে লেখা ‘অপারেশন’।
আরও পড়ুন- তদন্তকারী সংস্থার হাতে উমর ও মুজাম্মিলের ডায়েরি, কী তথ্য মিলল?
বিস্ফোরণ কাণ্ডের চার চিকিৎসকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যোগসূত্রে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মুজাম্মিল থেকে উমর – প্রত্যেকেরই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এই ঘরের কিছুটা দূরেই ছিল বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগার। তদন্তকারীদের অনুমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকে বোমা তৈরির জন্য রাসায়নিক পাচারের পরিকল্পনা বোনা হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সেই ঘর ও বিশ্ববিদ্যালয়ের ঘর ল্যাব রাসায়নিক অবশিষ্টাংশ ও ডিজিটাল ডেটা সংগ্রহ।
তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী হামলাকারী ও ধৃতদের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই মহম্মদের যোগ রয়েছে। সূত্রে খবর, এই বিশ্ববিদ্যালয়টি আরবের একাধিক দেশ থেকে থেকে ফান্ড পায়।
দেখুন আরও খবর-







